রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫, ৪ঠা কার্তিক ১৪৩২


হাসপাতালে ভর্তি পরিণীতি চোপড়া


প্রকাশিত:
১৯ অক্টোবর ২০২৫ ১৮:২৮

আপডেট:
১৯ অক্টোবর ২০২৫ ২১:৩৩

ফাইল ছবি

খুব শিগগিরিই বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনীতিবিদ স্বামী রাঘব চাড্ডার সংসারে আসছে নতুন সদস্য। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় ঘনিয়ে আসায় এরই মধ্যে অভিনেত্রীকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

তারকা দম্পতির ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, যেকোনো মুহূর্তেই মিলতে পারে এই সুখবর। তবে পরিণীতি কিংবা রাঘবের পক্ষ থেকে এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি।

চলতি বছরের আগস্ট মাসে পরিণীতি এবং তার স্বামী রাঘব চাড্ডা সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন যে, তাদের কোল আলো করে আসছে প্রথম সন্তান।

ইনস্টাগ্রামে একটি কেকের ছবি পোস্ট করেছিলেন এই দম্পতি, যেখানে লেখা ছিল, ‘এক যোগ এক সমান সমান তিন।’ সেই সঙ্গে অভিনেত্রী লিখেছিলেন, ‘আমাদের ছোট পৃথিবী আসতে চলেছে। কতটা যে ধন্য, ভাষায় প্রকাশ করতে পারব না।’

২০২৩ সালের সেপ্টেম্বরে আম আদমি পার্টির সদস্য রাঘব চাড্ডার সঙ্গে গাঁটছড়া বাঁধেন পরিণীতি চোপড়া। রাজস্থানের উদয়পুরে জমকালো আয়োজনে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। বিয়ের পর থেকে পরিণীতিকে আর নতুন কোনো চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায়নি।

হাসপাতালে ভর্তির খবরের মাঝেও গত শনিবার ধনতেরস উপলক্ষে নিজের আলোয় মোড়া বাড়ির বাগানের একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে নেন হবু মা পরিণীতি চোপড়া। আপাতত নতুন অতিথি আসার অপেক্ষায় প্রহর গুনছেন তারকা দম্পতি ও তাদের অনুরাগীরা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top