মঙ্গলবার, ১৮ই নভেম্বর ২০২৫, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩২


কারিশমার সন্তানদের মাসিক খরচ বন্ধ কেন?


প্রকাশিত:
১৮ নভেম্বর ২০২৫ ১৫:১২

আপডেট:
১৮ নভেম্বর ২০২৫ ১৬:৫০

ফাইল ছবি

প্রয়াত শিল্পপতি সঞ্জয় কাপুরের তিরিশ হাজার কোটি টাকার বিশাল সম্পত্তি নিয়ে বিবাদ যেন থামছেই না। সঞ্জয়ের মৃত্যুর পর থেকেই এই সম্পত্তি নিয়ে নানা জটিলতা সৃষ্টি হয়েছে। এর মধ্যেই এক চাঞ্চল্যকর তথ্য সামনে এলো কারিশমা কাপুরের দুই সন্তান, সামাইরা ও কিয়ান, দিল্লি হাই কোর্টে অভিযোগ দায়ের করেছেন যে তাদের দু'মাসের কলেজ ফি জমা দেওয়া হয়নি।

বর্তমানে সঞ্জয় কাপুরের এস্টেটের হাল ধরেছেন তার বর্তমান স্ত্রী প্রিয়া সচদেব। কারিশমার সন্তানদের অভিযোগ সরাসরি প্রিয়ার দিকে। তাদের দাবি, সঞ্জয়ের এস্টেট থেকে তাদের মাসিক বা অন্যান্য খরচ বন্ধ করে দেওয়া হয়েছে।

বিশেষ করে, কলেজের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও ফি জমা না দেওয়ায় তারা আইনি দ্বারস্থ হয়েছেন। আদালতে কারিশমা সন্তানরা দাবি করেছেন যে, ‘আমাদের দু'মাসের কলেজ ফি এখনও জমা পড়েনি, অথচ আমাদের বাবার সম্পত্তির পরিমাণ কম নয়।’

শুধু মাসিক খরচ বা কলেজ ফি বন্ধের অভিযোগই নয়, এর আগে প্রিয়া সচদেবের বিরুদ্ধে সঞ্জয় কাপুরের তিরিশ কোটি টাকার সম্পত্তির দলিল জাল করার অভিযোগ উঠেছিল। এবার কারিশমার ছেলে কিয়ান আদালতে পিটিশন দায়ের করে দাবি করেছেন যে প্রিয়া তাদের বাবার সম্পত্তির দলিলের সই জাল করেছেন।

কিয়ান তার বাবার সম্পত্তির আসল দলিল চেয়ে পাঠিয়েছেন এবং সামাইরা ও কিয়ান যৌথভাবে আদালতে আর্জি জানিয়েছেন যে সেই সই আদৌ তাদের বাবা সঞ্জয় কাপুরের কিনা, তা যেন খতিয়ে দেখা হয়। এই অভিযোগের ভিত্তিতে আদালত কিয়ানের জমা দেওয়া পিটিশনটি পুনর্বিবেচনা করার আর্জি মঞ্জুর করেছে।

উল্লেখ্য, চলতি বছরের ১২ জুন লন্ডনে পোলো খেলার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বিশিষ্ট শিল্পপতি সঞ্জয় কাপুর। মুখের ভেতর মৌমাছি ঢুকে যাওয়ার মতো এক অপ্রত্যাশিত ঘটনার জেরে তার মৃত্যু হয়। আইনি জটিলতার কারণে তার মরদেহ দেশে ফিরতেও বেশ কিছুটা সময় লেগেছিল।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top