শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


জনগণের মনে যেন গেঁথে থাকে এমন নির্বাচন হবে: ইসি রাশেদা


প্রকাশিত:
৪ মে ২০২৪ ১৭:২৬

আপডেট:
৪ মে ২০২৪ ১৭:৩০

ছবি সংগৃহিত

নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, ‘গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে নির্বাচন। তাই নির্বাচন যাতে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয় সেজন্য নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। জনগণের মনে যেন গেঁথে থাকে এমন একটি নির্বাচন হবে এবার।

তাই নির্বাচনকে কেন্দ্র করে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা কমিশন চায় না। এজন্য সব প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন, যাতে ভালো নির্বাচন উপহার দিতে পারি।’

আজ শনিবার দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাটের উপজেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাশেদা সুলতানা বলেন, ‘উপজেলা নির্বাচন হবে প্রভাবমুক্ত। সরকারের দায়িত্বে নিয়োজিত প্রভাবশালীরা এই নির্বাচনে প্রভাব খাটালে, কমিশন প্রয়োজনে তাদের বিরুদ্ধে বিধিবিধান অনুযায়ী ব্যবস্থা নেবে।’

প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘ভোটারবিহীন নির্বাচনের সৌন্দর্য নেই, আনন্দও নেই। তাই অযথা বিশৃঙ্খলা সৃষ্টি না করে ভোটাররা যাতে ভোট দিতে আসে তেমন পরিবেশ বজায় রাখতে হবে। ভোট কেন্দ্রে সহিংসতা, অসদাচরণ ও ব্যালট ছিনতাইয়ের মতো ঘটনা ঘটলে নির্বাচন ও প্রার্থীতা বাতিল করা হবে। একইসঙ্গে নির্বাচন কমিশনের যত ধরনের ব্যবস্থা নেওয়ার ক্ষমতা আছে সেগুলোও নেওয়া হবে।’

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top