সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫, ১৫ই পৌষ ১৪৩২


চোট নিয়েও দুই তারকা থাকছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে


প্রকাশিত:
২৯ ডিসেম্বর ২০২৫ ১১:৪০

আপডেট:
২৯ ডিসেম্বর ২০২৫ ১৩:২৫

ফাইল ছবি

চোটের শঙ্কা নিয়েও অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দলে জায়গা হচ্ছে প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড এবং টিম ডেভিডের। অবশ্য কামিন্স টুর্নামেন্টে খেলতে পারবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে চার সপ্তাহের মধ্যে তার পিঠের আরেকটি স্ক্যান করা হবে।

জুলাই মাসে পিঠের নিচের অংশে চোট পাওয়ার পর থেকে কামিন্স মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। অল্প প্রস্তুতি নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাডিলেড টেস্টে ফেরেন তিনি এবং দুর্দান্ত বোলিং করেন। তবে সিরিজ জিতে যাওয়ায় তাকে পরের দুই ম্যাচে রাখার ঝুঁকি নিতে চায়নি অস্ট্রেলিয়া।

২ জানুয়ারি আইসিসি ১৫ জনের দল ঘোষণার সময়সীমা বেঁধে দিয়েছে। কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন যে, এই দলে কামিন্সকে রাখা হবে। তবে টুর্নামেন্টে তার অংশগ্রহণের বিষয়টি প্রতিযোগিতা শুরুর কাছাকাছি সময়ে নির্ধারিত হবে। ক্যারিবিয়ানরা দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত গত বিশ্বকাপের পর থেকে কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি তিনি।

ম্যাকডোনাল্ড বলেন, ‘প্যাটের চার সপ্তাহ পর আরেকটি স্ক্যান করানো হবে। তারপর জানা যাবে বিশ্বকাপের জন্য সে বর্তমানে কোন অবস্থায় আছেতাকে ১৫ জনের দলে রাখা হবে এবং এরপর আমরা তার শারীরিক অবস্থার আসল তথ্য জানব।’

চলতি মৌসুমের শুরুতে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত বোলিং রা জশ হ্যাজেলউড হ্যামস্ট্রিং ও অ্যাকিলিস ইনজুরির কারণে পুরো অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে গেছেন। তবে বিশ্বকাপের আগে ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। ম্যাকডোনাল্ডের মতে, ‘হ্যাজেলউড বোলিংয়ে ফিরেছে এবং আশা করা হচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যে সে সুস্থ হয়ে উঠবে।’

অস্ট্রেলিয়ার মিডল অর্ডারের অন্যতম ভরসা ডেভিড। বিগ ব্যাশ লিগের বক্সিং ডে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি এবং সোমবার তার স্ক্যান করার কথা ছিল। ধারণা করা হচ্ছে এটি আইপিএলে পাওয়া আগের চোটের চেয়ে ভিন্ন, যেটা তাকে দুই মাসের জন্য মাঠের বাইরে পাঠিয়েছিল। তবে ম্যাকডোনাল্ড আত্মবিশ্বাসী যে, তিনি বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠবেন। তিনি বলেন, ‘এটি পেশির টান নাকি টেন্ডনের সমস্যা তা নিশ্চিত না, স্ক্যানের পর জানা যাবে। আমার মনে হয় হাতে থাকা সময় টিম ডেভিডের সুস্থতার জন্য যথেষ্ট হবে। ইনজুরি যাই হোক, সে ফিট হয়ে যাবে।’

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ ১১ ফেব্রুয়ারি এবং গ্রুপ পর্বে তাদের প্রথম দুই ম্যাচের প্রতিপক্ষ আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে ১৬ ফেব্রুয়ারির আগে তাদের কোনো বড় ম্যাচ নেই। তাই সেই ম্যাচ পর্যন্ত প্রয়োজনে বাড়তি সময় ডেভিডকে দিতে পারবে অস্ট্রেলিয়া।

বিশ্বকাপ শুরুর আগে বিবিএলের পারফরম্যান্স বা নতুন কোনো ইনজুরির কারণে প্রাথমিক দলে পরিবর্তন আসতে পারে। টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়া জানুয়ারির শেষ দিকে পাকিস্তানে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এই সূচির দলে ডাক পাওয়া খেলোয়াড়রা সম্ভবত বিবিএলের শেষ দিকের ম্যাচগুলো খেলতে পারবেন না।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top