সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫, ১৫ই পৌষ ১৪৩২


চোটের শঙ্কা নিয়েই অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে তিন তারকা


প্রকাশিত:
২৯ ডিসেম্বর ২০২৫ ১১:৫৪

আপডেট:
২৯ ডিসেম্বর ২০২৫ ১৪:০৫

ছবি : সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অস্ট্রেলিয়া তাদের ১৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে। এই দলে সবচেয়ে বড় চমক হলো, দীর্ঘদিন চোটে ভোগা প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও টিম ডেভিডকে রাখা

সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে অধিনায়ক প্যাট কামিন্সকে ঘিরে। পিঠের লাম্বার স্ট্রেস ইনজুরির কারণে তিনি জুলাইয়ের পর মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ইংল্যান্ডের বিপক্ষে অ্যাডিলেড টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স করলেও ঝুঁকি এড়াতে সিরিজের বাকি ম্যাচগুলোতে তাকে বিশ্রামে রাখা হয়। বিশ্বকাপে তার খেলা এখনো নিশ্চিত নয়। চার সপ্তাহ পর আরেকটি স্ক্যানের রিপোর্ট দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।

অন্যদিকে, হ্যামস্ট্রিং ও অ্যাকিলিসের চোটের কারণে পুরো অ্যাশেজ সিরিজ মিস করা জশ হ্যাজলউডের ফেরার সম্ভাবনা বেশ ভালো। অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট বিশ্বাস করছে, সময়মতো ফিট হয়ে উঠলে তিনি বিশ্বকাপে দলের বোলিং আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

প্রাথমিক স্কোয়াডে চমক হিসেবে আছেন হার্ড-হিটার টিম ডেভিডও। বক্সিংডেতে বিগ ব্যাশ লিগে খেলতে গিয়ে তিনি হ্যামস্ট্রিংয়ে চোট পান। তবে এটি তার আগের আইপিএলের ইনজুরির মতো গুরুতর নয় বলে জানা গেছে। স্ক্যান রিপোর্ট ভালো এলে বিশ্বকাপের শুরু থেকেই তাকে পাওয়া যেতে পারে।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ অভিযান শুরু হবে ১১ ফেব্রুয়ারি। প্রথম দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে। তাই প্রয়োজনে চোট থেকে ফেরা খেলোয়াড়দের বাড়তি সময় দেওয়ার সুযোগ থাকছে।

বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে জানুয়ারির শেষ দিকে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এই সিরিজে খেলতে গিয়ে কিছু ক্রিকেটার বিগ ব্যাশ লিগের ফাইনাল পর্ব মিস করতে পারেন, যা স্কোয়াড ঘোষণার আরেকটি গুরুত্বপূর্ণ দিক।

সব মিলিয়ে, চোটের ঝুঁকি থাকা সত্ত্বেও অভিজ্ঞ ও তারকা খেলোয়াড়দের ওপর ভরসা রাখাই অস্ট্রেলিয়ার প্রাথমিক বিশ্বকাপ স্কোয়াডের সবচেয়ে বড় চমক।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top