শনিবার, ১৭ই জানুয়ারী ২০২৬, ৩রা মাঘ ১৪৩২


বার্সেলোনার টানা ১১ জয়ের পর ফ্লিক বললেন, এটা ‘কিছুই না’


প্রকাশিত:
১৬ জানুয়ারী ২০২৬ ১৮:০৮

আপডেট:
১৭ জানুয়ারী ২০২৬ ০২:১৮

ছবি-সংগৃহীত

কোপা দেল রের শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদের দুর্ভাগ্য যেন বরণ করতে বসেছিল বার্সেলোনা। গতকাল (বৃহস্পতিবার) রেসিং সান্তান্দারের বিপক্ষে ২-০ গোলে জিতলেও ঘাম ছুটেছে তাদের। বার্সা কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে টানা ১১তম জয়ে, যা ক্লাব ইতিহাসে দ্বিতীয় দীর্ঘতম জয়ের রেকর্ড। কিন্তু এই অর্জনকে বড় কিছু মনে করছেন না কোচ হ্যান্সি ফ্লিক।

ফেরান তোরেস ও লামিনে ইয়ামালের দ্বিতীয়ার্ধের গোলে জিতেছে। দ্বিতীয় গোলের ঠিক আগে হোয়ান গার্সিয়া সান্তান্দারের একটি প্রচেষ্টা রুখে না দিলে ম্যাচের ফল ভিন্ন হতে পারতো। ক্লাবের ইতিহাসে ২০০৫-০৬ মৌসুমে ফ্রাঙ্ক রাইকার্ডের অধীনে টানা ১৮ ম্যাচ জয়ের পর এটি তাদের দীর্ঘতম জেতার সাফল্য।

ফ্লিক রেকর্ড নিয়ে বললেন, ‘এটা কিছুই না। আমি পরিসংখ্যান নিয়ে চিন্তিত নই। আজ আমরা জিতলাম, তাতেই খুশি। আমরা এখন পরের রাউন্ডে, এটাই আমরা চেয়েছিলাম।’ বার্সা শেষবার হেরেছিল গত নভেম্বরে চেলসির কাছে। তারপর থেকে দারুণ সাফল্যে চার পয়েন্টের ব্যবধানে লা লিগার শীর্ষে তারা। গত সপ্তাহে সুপার কাপ ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়েছে। এবার কোপাতেও পরের পর্বের টিকিট কাটল।

ম্যাচের শেষ দিকে সান্তান্দার সমতা ফেরানোর দারুণ সুযোগ পেয়েছিল। তরুণ ফরোয়ার্ড মানেক্স লোজানো বার্সার ডিফেন্স ভেঙে ভেতরে ঢুকে পড়লেও গোলরক্ষক হুয়ান গার্সিয়ার অসাধারণ সেভে গোলবঞ্চিত হন। এর ৩০ সেকেন্ড পরেই ইয়ামাল দ্বিতীয় গোলটি করে বার্সার জয় নিশ্চিত করেন। গার্সিয়ার প্রশংসা করে ফ্লিক বলেন, ‘১-১ হওয়ার একটি বড় সুযোগ তারা পেয়েছিল, হোয়ান দুর্দান্তভাবে তা রুখে দিয়েছে।’

ফ্লিকের মতে, বড় দলের নামের কারণে নয়। বরং সঠিক মানসিকতার কারণে এই জয় এসেছে। তিনি বলেন, ‘রেসিংয়ের জন্য এটি ছিল গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় ম্যাচ। এই ধরনের ম্যাচ কেউ নামের কারণে নয়, মানসিকতার কারণে জেতে। আমরা গুরুত্বের সাথে এবং সঠিক মনোভাব নিয়ে খেলেছি। রেসিং খুব ভালো দল, আশা করি আগামী মৌসুমে তাদের লা লিগায় দেখা যাবে।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top