মঙ্গলবার, ১৫ই এপ্রিল ২০২৫, ২রা বৈশাখ ১৪৩২


গোপন আস্তানায় দেবের সঙ্গী হবেন রজতাভ!


প্রকাশিত:
১৪ এপ্রিল ২০২৫ ১২:২৭

আপডেট:
১৫ এপ্রিল ২০২৫ ২২:৪১

ছবি সংগৃহীত

বছর দুয়েক আগে ঘোষণা করা হয়, আসছে ওপার বাংলার নায়ক দেব অভিনীত টালিউডের নতুন সিনেমা 'রঘু ডাকাত'। কিন্তু নানা কারণে সেই প্রজেক্ট হয়নি; পিছিয়ে গেছে।

তবে বছরের একদম শুরুতেই সুখবর শুনিয়ে দেন দেব। জানান, অবশেষে আসছে এই ছবি। চলতি বছরের পূজায় নাকি মুক্তি পাবে অষ্টাদশ শতাব্দীতে বাংলার এই দোর্দণ্ডপ্রতাপ এক ডাকাতের গল্প।

‘রঘু ডাকাত’ টালিউডের অন্যতম একটি বড় বাজেটের ছবি হতে চলেছে। ইতোমধ্যে ছবির শুটিংও শুরু হয়েছে। সম্প্রতি পশ্চিমবঙ্গের এক জঙ্গল থেকে নেওয়া হয়- লুট করে রঘু ডাকাতের ঘোরা ছুটিয়ে ফেরার দৃশ্য। তবে ছবির প্রথম অংশের শুটিংয়ের কাজও শেষ।

এবার ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা গেল, ছবির রঘু ডাকাতের থাকবে একটি গোপন আস্তানা। ছবির দ্বিতীয় অংশের শুটিংয়ে তেমনই একটি জায়গায় দলবল নিয়ে পাড়ি দেবেন পর্দার 'রঘু' ওরফে দেব। সূত্রের খবর, আর তাদের দলে যোগ দেন অভিনেতা রজতাভ দত্ত। গল্পে এমন এক চরিত্রে ধরা দেবেন তিনি, যা নাকি কল্পনাও করতে পারবেন না দর্শক।

‘রঘু ডাকাত’ ছবিটির পরিচালনা করেছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। দেবের প্রযোজনা সংস্থা এবং এসভিএফ যৌথভাবে প্রযোজনার দায়িত্বে রয়েছে এই ছবির। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রূপা গাঙ্গুলি, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার ও ইধিকা পাল।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top