নুসরাতকে ছাড়াই পূজায় যশ, তবে কি বিচ্ছেদ চূড়ান্ত?
প্রকাশিত:
২৮ আগস্ট ২০২৫ ১২:০৬
আপডেট:
২৮ আগস্ট ২০২৫ ১৩:৩০

‘রক্তবীজ ২’-এর আইটেম সংয়ে কোমর দুলিয়ে ঝড় তুলেছেন নুসরাত জাহান। এদিকে গুঞ্জন ডানা, মেলেছে সংসারেও নাকি ঝড় নুসরাতের। এবার যশকে ছাড়া ছেলের জন্মদিন পালন করে আরও উসকে দিলেন ফিসফাস। তারপর থেকেই নেটিজেনদের প্রশ্ন, তবে কি বিচ্ছেদ চূড়ান্ত নুসরাত-যশের বিচ্ছেদ?
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ঘনিষ্ঠ সূত্রে খবর, যশ নাকি তার ‘প্রাক্তন’ প্রেমিকা তথা ম্যানেজারের সঙ্গে একটি বহুতলে লিভ ইন করছেন। খবর পেতেই নুসরাত সিদ্ধান্ত নিয়েছেন, যশের সঙ্গে থাকবেন না। সে কারণেই মঙ্গলবার, ছেলের জন্মদিনে ‘একা’ কাটালেন নায়িকা।
সামাজিক মাধ্যমে চলে এসেছে নায়িকাপুত্রের জন্মদিন উদযাপনের ছবি। সেখানে দেখা গেছে, সুইমিং পুলে ছেলে ঈশানের ঠোঁটে আদুরে চুম্বন নুসরাতের। আশেপাশে নেই যশ। চব্বিশ ঘণ্টার ব্যবধানে নিজের গণেশ চতুর্থী উদযাপনের ঝলক দেখালেন অভিনেতাও। যেখানে পাশে দেখা গেল না নুসরাতকে।
শোনা গেছে, প্রাক্তন ও ম্যানেজারের সঙ্গে নাকি পাঁচ বছর ধরে থাকছেন যশ। কাছের মানুষদের কাছের এতদিন শুনলেও পাত্তা দেননি নুসরাত। কেননা তিনি নাকি অন্ধ ছিলেন যশের প্রেমে। তবভে সম্প্রতি পুরো ঘটনা জেনে সামলাতে পারেননি নিজেকে। অভিমান ও ঘৃণার ইরেজারে মন থেকে নাকি মুছে দিয়েছেন যশকে।
আপনার মূল্যবান মতামত দিন: