বিপর্যয়ের সময় গণমাধ্যমকে আড়াল করা অস্বাভাবিক : জিএম কাদের
প্রকাশিত:
১১ জুলাই ২০২১ ০১:৩৫
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০৬:৩৮

সিভিল সার্জন ছাড়া ঢাকা জেলার কোনো হাসপাতালের তথ্য গণমাধ্যমকর্মীদের না দেয়ার সিদ্ধান্তকে গণতান্ত্রিক ব্যবস্থায় বেমানান বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। অবাধ তথ্যপ্রবাহ গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার অপরিহার্য শর্ত বলে উল্লেখ করেছেন তিনি।
তিনি বলেন, ‘করোনার উচ্চ সংক্রমণের সময় ঢাকার সিভিল সার্জন কেন গণমাধ্যমের স্বাভাবিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করতে চান, সেটিও খতিয়ে দেখতে হবে। এমন বিপর্যয়ের সময় গণমাধ্যমকে আড়াল করা স্বাভাবিক ব্যাপার নয়। তাই দ্রুততার সঙ্গে ঢাকা জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য না দেয়ায় নির্দেশনা প্রত্যাহার করতে হবে।’
শনিবার (১০ জুলাই) এক বিবৃতিতে জাপা চেয়ারম্যান এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, ‘আমরা অবাক ও বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি—২৪ ঘণ্টা পার হলেও ঢাকার সিভিল সার্জনের জারি করা নির্দেশনা এখনো প্রত্যাহার করা হয়নি। অথচ মহামারি করোনাকালে জাতি সঠিক তথ্য জানতে গণমাধ্যমের দিকেই তাকিয়ে থাকে।’
তিনি বলেন, ‘গণমাধ্যমের প্রতিবেদন দেখেই প্রতিটি দুঃসময়ে সরকার, প্রশাসন, রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবক এবং সিভিল সোসাইটি এগিয়ে আসে। গণমাধ্যমে সঠিক তথ্য না পাওয়া গেলে অনিয়ম ও দুর্নীতি বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। পাশাপাশি গুজব ও ষড়যন্ত্রের ডালপালা বিস্তার লাভ করে।’
আপনার মূল্যবান মতামত দিন: