রবিবার, ২৭শে এপ্রিল ২০২৫, ১৩ই বৈশাখ ১৪৩২


রানখরায় ভোগা মুশফিকের পক্ষে যে যুক্তি দেখালেন জাকের


প্রকাশিত:
২৬ এপ্রিল ২০২৫ ১৭:৩২

আপডেট:
২৭ এপ্রিল ২০২৫ ০২:১৬

ছবি সংগৃহীত

সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না মুশফিকুর রহিমের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতা নিয়ে অবসর এবং এরপর জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টেও চিরচেনা মুশফিকের দেখা মেলেনি। দুই ইনিংস মিলিয়ে করেছেন মোটে ৮ রান। দুই ইনিংসেই তার রানের অঙ্কটা ৪ পার হয়নি। তবে অভিজ্ঞ তারকা মুশফিকের এমন পারফরম্যান্স সত্ত্বেও তাকে আগলে রেখেই যুক্তি দেখালেন তরুণ সতীর্থ জাকের আলি অনিক।

জিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২৮ এপ্রিল হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ) আছে দুই দল। সেখানেই আজ (শনিবার) স্বাগতিকদের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে জাকের বলেন, ‘দলে তো উনি (মুশফিক) একা খেলছেন না। উনারই যে রান করতে হবে…রান সবারই করতে হবে। হয়তো উনি করছেন না, এটা যে কারও সঙ্গেই হতে পারে। উনারই যে প্রতিদিন রান করতে হবে, এমন তো কোনো কথা নেই।’

যদিও ব্যাট হাতে মুশফিকের ব্যর্থতা কেবল সিলেট টেস্টেই নয়, ২০২৪-২৫ মৌসুমে খেলা ৪ টেস্টেই গ্রাফটা তার নামের সঙ্গে ঠিক মানানসই নয়। গত ৪ টেস্টের ৮ ইনিংসে মাত্র ১৪.৩৭ গড়ে করেছেন ১১৫ রান। যেখানে নেই কোনো ফিফটি, সর্বোচ্চ রানের ইনিংস ৩৭। ঘরের মাঠের টেস্টেও বাংলাদেশ ভালো করতে পারছে না। গত বছর ৩টি অ্যাওয়ে টেস্টে জিতলেও নিজেদের ডেরায় কোনো সাফল্য নেই। যেখানে মুশফিকের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের দায় কম নয়।

এদিকে, সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট পড়ে গেলেও, সে সময় জাকের নিজে কম খেলে হাসান মাহমুদকে বেশি বল খেলার সুযোগ দিতে দেখা যায়। যা নিয়ে জাকেরের যুক্তি– ‘৭ উইকেট যাওয়া মানে আরও ৩টি উইকেট আছে। যেহেতু আমরা টার্গেট দিচ্ছি, তার মানে একেকটি রান খুব গুরুত্বপূর্ণ। হাসান কিন্তু ৫৮ বল খেলেছে। ৩৭ রানের পার্টনারশিপ হয়েছে। ওটার মধ্যে যদি হাসানই ৩৭ রান করে, আমার কোনো সমস্যা নেই। যেহেতু টার্গেট দিচ্ছি, ওরা প্রথমে আমাকে অ্যাটাক করেনি। যখনই হাসান এসেছে তখনই সবকিছু ছেড়ে দিয়েছে। আমাদের পরিকল্পনা ছিল খেলা বড় করা। যতদূর নেওয়া যায়। হয়নি আসলে।’

টেল-এন্ডারে ব্যাট করা নিয়ে জাকের বলেন, ‘যে পরিস্থিতি থাকে ওরকমই তো খেলতে হবে। এটা নিয়ে তো বলার কিছু নেই। টেল-এন্ডারদের নিয়েই চেষ্টা করি যেন ইনিংস বড় করা যায়, যতদূর টেনে নেওয়া যায়। আমার তো (ব্যাটিং পজিশন) এক ধাপ আগানো হয়েছে ইতোমধ্যে। এগুলো নিয়ে আসলে এত চিন্তা করার কিছু নেই। ব্যাটাররা যদি বড় রান করে, আমাকে সেকেন্ড নিউ বলে ব্যাটিংয়ে পাঠাতে পারে। কলাপ্স হয়েছে বলেই আগে ব্যাটিংয়ের সুযোগ হয়েছে বা টেল এন্ডারদের সেই ফাইট করতে হয়েছে।’

নিচে খেলার কারণে নামের পাশে সেঞ্চুরি কিংবা বড় রানের ইনিংস কম জাকেরের। যদিও তাতে সমস্যা দেখছেন না তিনি, ‘ডমেস্টিক ও বয়সভিত্তিক সময় থেকেই এভাবে ক্রিকেট খেলে অভ্যস্ত। ডমেস্টিকেও ৬-৭ নম্বরে ব্যাট করতাম। এরকম খেলেই অভ্যস্ত। এই প্র্যাকটিস আগে থেকেই ছিল। এ কারণেই প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি করতে ৫ বছর লেগেছে। এগুলো হবেই। এই কঠিন জিনিস সামলেই পথচলা। যা করছি, আরও ভালো যেন করা যায়।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top