বৃহঃস্পতিবার, ২৯শে মে ২০২৫, ১৫ই জ্যৈষ্ঠ ১৪৩২


বিদেশি শিক্ষার্থীদের মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ


প্রকাশিত:
২৮ মে ২০২৫ ১২:৫০

আপডেট:
২৮ মে ২০২৫ ১৩:০৫

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন করে জটিলতা তৈরি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নির্দেশনায় মার্কিন দূতাবাসগুলো শিক্ষার্থী ও এক্সচেঞ্জ প্রোগ্রামের ভিসা সাক্ষাৎকার সাময়িকভাবে বন্ধ রেখেছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত নতুন কোনো সাক্ষাৎকারের সময় নির্ধারণ করা যাবে না। এই সিদ্ধান্তের ফলে বিপাকে পড়েছেন হাজারো বিদেশি শিক্ষার্থী, যারা যুক্তরাষ্ট্রে নতুন শিক্ষাবর্ষে ভর্তি হতে চাচ্ছিলেন।

এছাড়া, শিক্ষার্থী ভিসার প্রক্রিয়ায় সামাজিকমাধ্যম যাচাই এখন বাধ্যতামূলক হতে যাচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, আবেদনকারীদের ইনস্টাগ্রাম, এক্স (সাবেক টুইটার), টিকটকসহ বিভিন্ন অনলাইন পোস্ট, মন্তব্য এবং শেয়ার বিশ্লেষণ করা হবে। লক্ষ্য হলো—জাতীয় নিরাপত্তা হুমকিতে পড়ছে কি না, তা নিরূপণ করা।

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের কড়াকড়ি নতুন শিক্ষার্থীদের মধ্যে ভীতি তৈরি করতে পারে। এতে করে যুক্তরাষ্ট্রের বহু বিশ্ববিদ্যালয়, বিশেষ করে যারা আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর আর্থিকভাবে নির্ভরশীল, তারাও ক্ষতির মুখে পড়তে পারে।

এদিকে, ট্রাম্প প্রশাসনের আরেকটি সিদ্ধান্তকে কেন্দ্র করে নতুন বিতর্ক তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় গণমাধ্যম এনপিআর দেশটির ফেডারেল আদালতে ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে।

মামলায় অভিযোগ করা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প এনপিআর ও পিবিএস-এর মতো স্বাধীন সম্প্রচারমাধ্যমের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট সংবাদ প্রচারের অভিযোগ তুলে সরকারি সহায়তা বন্ধ করতে নির্বাহী আদেশ জারি করেছেন।

মামলার ভাষ্য অনুযায়ী, সংবাদমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন করে প্রেসিডেন্ট তার অপছন্দের কণ্ঠস্বর রোধ করতে চাইছেন। এই আদেশকে সংবিধানের প্রথম সংশোধনীর পরিপন্থী বলা হচ্ছে, যেখানে মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষিত রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top