মঙ্গলবার, ১৫ই এপ্রিল ২০২৫, ১লা বৈশাখ ১৪৩২


ইরানের সঙ্গে দ্রুত পারমাণবিক চুক্তি চায় যুক্তরাষ্ট্র


প্রকাশিত:
১৩ এপ্রিল ২০২৫ ১৩:০০

আপডেট:
১৫ এপ্রিল ২০২৫ ০৪:২৯

ছবি সংগৃহীত

‘যত দ্রুত সম্ভব’ ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করতে চায় যুক্তরাষ্ট্র। গতকাল শনিবার (১২ এপ্রিল) ওমানের রাজধানী মাস্কাটে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক চুক্তি নিয়ে প্রাথমিক আলোচনা হয়। এতে অংশ নেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। অপরদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকোফ। বৈঠক শেষে ইরানের পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্র দ্রুত সময়ের মধ্যে তাদের সঙ্গে চুক্তি করতে চায়।

দীর্ঘদিনের শত্রু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রায় ৪০ বছর ধরে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তা সত্ত্বেও ২০১৫ সালে তাদের মধ্যে পারমাণবিক চুক্তি হয়েছিল। কিন্তু ২০১৮ সালে এ চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলেন ট্রাম্প।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আগামী শনিবার আবারও তাদের মধ্যে আলোচনা হবে। গতকালের বৈঠকের পর রাষ্ট্রায়ত্ত্ব সংবাদমাধ্যমে তিনি বলেন, “মার্কিনিরাও বলেছে দ্রুত সময়ের মধ্যে একটি ইতিবাচক চুক্তিতে পৌঁছানো সম্ভব। কিন্তু এটি সহজ হবে না। এই চুক্তি করতে দুই পক্ষের স্বদিচ্ছার প্রয়োজন।”

তিনি আরও বলেন, “আমি মনে করি আলোচনার একটি ভিত্তির খুব কাছাকাছি আছি আমরা। কোনো পক্ষই নিষ্ফল আলোচনা, আলোচনার জন্য আলোচনা, সময় নষ্ট অথবা যে আলোচনা আজীবন চলতে থাকে সেটি চায় না।”

সূত্র: এএফপি



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top